জয়ীতার গল্প-৩

 প্রকাশিত: ২০১৬-০৭-৩১ ০২:০৮:০১

শিপন হালদার:

জয়ীতার গল্প-৩
বৃষ্টি হতে চায় না বলেই মুগ্ধ কুয়াশা
ভিজতে চায় শিশির জলে
মেঘ চাদরে শরীর মোড়ানো বরফ
ভাসতে চায় হিমবাহ হয়ে!

জয়ীতা, শীতকে এতো ভালোবাসো কেন?
ব্যালকনিতে মিষ্টি রোদ ডাকে
সূর্যটাকে আড়াল থেকে নিচ্ছে আড়ালে
আলসেমিতে ভরা মৌন কুয়াশা!

তাই বুঝি সাড়া নেই; আলসে তুমি
জয়ীতা, তুমি যেন অন্য কুয়াশা
হৃদয়ে শীতলতার জ্বর নিয়ে এখন
গ্রীষ্মের উষ্ণতা পাওয়ার অপেক্ষা!

আপনার মন্তব্য