জয়ীতার গল্প-৪

 প্রকাশিত: ২০১৬-০৮-০৫ ০৩:২২:৫৬

শিপন হালদার:

জয়ীতার গল্প-৪
উত্তরের হাওয়া বয়ে এনেছে শীতলতা
গাছের পাতায় জমা ধূলিকণাও
আঁচ পেয়েছে শৈত্যপ্রবাহের!

তাইতো মন বোঝে না, বোঝে শরীর
বোঝে শ্রাবণ মেঘে বিদ্যুৎ চমকানো
আর ভিজে সারা, সারাবেলা!

কাঠ পোড়ানো আগুনের উত্তাপ
শরীরের কাঁপুনি থামায়
উষ্ণতা খোঁজে হাতের তালু!

জয়ীতা- হঠাৎ সামনে এলোচুলে
মায়া ধরা চোখে আগুন জ্বলে
ঘাসের মতো ভিজবে বলে!

আপনার মন্তব্য