জয়ীতার গল্প-৫

 প্রকাশিত: ২০১৬-০৮-০৭ ২৩:৫৩:৫৪

শিপন হালদার:

জয়ীতার গল্প-৫
অবাক চোখে নেমেছে গোধূলির আবেগ
লাল রশ্মিটাও মাথার ওপর ছুঁই ছুঁই
এলোচুলের ফাঁক গলে ডাকছে বাঁশবাগান
ডাহুকেরও ভাঙছে ধৈর্যের বাধ!

আর কত অনুভবের খেলাঘরে বসবাস
ঘাম হয়ে ঝরবে শরীরের চাওয়া
মাছরাঙার মতো প্রেমাতুর বাসনা
নদীর জলে মেটায় শিকারের সাধ!

জয়ীতা-তুমি সেতো নয়, অন্য কারো বাস
টলমলে স্বচ্ছ জলে এ যেন কার ছায়া
অবয়বে মেলে ধরো নিজেকে-সম্পূর্ণা
শরীরের ঘামে শরীর জুড়াক!

আপনার মন্তব্য