প্রকাশিত: ২০১৬-০৮-১২ ১২:৩৮:২৩
শিপন হালদার:
জয়ীতার গল্প-৬
বুকে পাথর চেপে আর কত খুঁজবো নুড়ি
জাফলংয়ে পিয়াইন নদীর শীতল জলে!
মুখে হাজার কথা এসে বারবার ফিরে যায়
কেন ফিরে যায়; হৃদয় আটকায়
জেলে নৌকার জালে; মন বড় অসহায়।
নীরবতা শব্দ খোঁজে; জয়ীতা কি বোঝে!
বিএসএফের রক্তচক্ষু উপেক্ষা করে
সীমানার কাঁটাতার পেরোতে পারি; নির্দ্বিধায়
ছুঁতে পারি মেঘালয়ের কাঁধে চড়া মেঘ
ধরতে পারি বৃষ্টি হয়ে ঝরার আগেই।
নীল প্রজাপতি ডানা মেলে স্বপ্নের ঘোরে
ফুল তুমি কেন ডাকো না আমায়
অপেক্ষা, সেতো শীতল জলে উষ্ণতা চায়
হাতের স্পর্শ ছাড়া জাগে না হৃদয়
জয়ীতা আমাকে জাগাও, ভাসাও, কাঁদাও...
আপনার মন্তব্য