প্রকাশিত: ২০১৬-০৮-১৫ ০১:৪২:১২
আলীম হায়দার:
শুধু নিরব সেজে থাকা মানে শোকাহত হওয়া নয়-
শুধু কালো ব্যাজ আর কালো পতাকা ধারণ করলেই শোকাহত হওয়া যায় না।
বিশেষণের আবরণে শেখ মুজিব নামটা ইতিহাস থেকে মুছে ফেলো না।
শেখ মুজিবই ছোট্ট খোকা, শেখ মুজিবই রাষ্ট্রনেতা,
শেখ মুজিবই বঙ্গবন্ধু, শেখ মুজিবই জাতির পিতা,
তাই বলে বিশেষণের অতিশনে শেখ মুজিবুর রহমান নামটা মুছে যেতে দিও না।
ব্যক্তিত্বহীনরাই চরম কুটিল ও ষড়যন্ত্রী হয়
এদের মুখ ফেনায় ফেনায় ভরে ওঠে কথা বলার সময়
ধূর্ততায় এরা অপরাজিত
স্বয়ং মুজিবরও এদের কাছে হার মেনেছিল;
হে খোকা: তুমি কথা বলো
হে নেতা: চুপ করে আছো কেন
ওহে বন্ধু: তুমি মুখ খোল
হে পিতা:
টুঙ্গিপাড়ার কবর থেকে উঠে এসে হুংকার দিয়ে বলো- ওই চাটুকাররাই তোমাকে হত্যা করেছিল;
ক্রমেই তোমাকে নিঃসঙ্গ করে ফেলেছিল ওরা;
তোমার রান্নাঘরে যারা পাত পেতে থাকত তাদের হাতেই খুন হয়েছো তুমি পরিবারশুদ্ধ;
তোমার তাজা রক্তের উপর সেদিন তারা উদ্দাম নৃত্যে মেতে উঠেছিল।
হে নেতা: উত্তর-প্রজন্মকে জলদ কণ্ঠে তুমি বলো- তাবেদাররা ভয়ংকর,
চাটুকাররা মুনাফেকের দল,
আত্মসম্মানহীন সঙ্গীর সঙ্গ চরম ক্ষতিকর।
হে বাঙালি জাতীয়তাবাদের জনক
হে প্রথম প্রেসিডেন্ট
হে জাতীয় রাষ্ট্রনায়ক
তুমি বলো:
ভালো নেতা, ভালো পুত্র অথবা ভালো পিতা হওয়ার জন্য প্রয়োজন একটি মেরুদণ্ড,
হৃদয় ভরা ত্যাগ, মাথা ভরা বুদ্ধি আর চোখ ভরা আলো,
হাতে হাত ডলে যারা ক্লান্ত তাদের কাছ থেকে আদর্শবাদীরা দূরে থাকো।
জাতির জনক, বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান- এই নামটিতে একটি বাংলাদেশ বহমান।
আপনার মন্তব্য