আলীম হায়দারের দর্শনকাব্য

 প্রকাশিত: ২০১৭-০২-১২ ২০:০৬:২৫

 আপডেট: ২০১৭-০২-১২ ২০:১৫:৫৮

আলীম হায়দার:

মনোবাস্তব
যদিও প্রভাত আসে; সুদীর্ঘ রাতের শেষে ছলকায় প্রাণ—
তবুও—
তৃণভূমিজুড়ে ত্রস্তপদ,
হন্টনক্লান্ত পথ,
আদিম পিতাদের ফেলে যাওয়া পথজুড়ে দীর্ঘশ্বাস—
শেষ হয় না কখনো কিছু দীর্ঘ প্রতীক্ষার রাত—

খুলিমাখা ধূলি, বওলার গুলি, সাঁই সাঁই উড়ে চলা চং
ঘুড়িতে ঘুড়িতে রাখি, সুতো কাটাকাটি,
অম্বরে মেঘেদের ঢং;
বাতাসে বার্তা পাঠায় অস্থির কুশীলব—
লাল নীল খাম, ইতিহাস হলো এক ভুলতে না দেওয়া নাম।

চকমকির বাকসো
হৃদয়ের ব্যানার ঝুলিয়ে দিয়েছি ডিজিটাল হ্যাঙ্গারে
তোমরা চাইলেই আসতে পারো ‘টু লেট’ খুঁজে নিয়ে
পৌষরাতের লুকোচুরি, কুয়াশাধোঁয়া মাঘের বুড়ি
ফাগুন মাসের মন মানেই তো হৃদয়জুড়ে ফুলকি
নগরগলির পোস্টারে পোস্টারে ‘সাবলেট’ ছড়াছড়ি
বাবুইঘরের পাশাপাশি শ্বাসজুড়ে অবিরাম অস্বস্তি!

একগৃহে থাকলেই গৃহবন্ধু হওয়া যায় না, হৃদয়টানা
পেয়ালা বিষের বাহকও হতে পারে, নয়তো মধুমিতা;
তবে অতোটা নিখুঁত কামনা করো না, খাঁটি সোনায়
গড়ানো গহনা ভঙ্গুর হয়, অল্প খাঁদ সামর্থ্য বাড়ায়;
চন্দ্রকলঙ্কেই মাহাত্ম্য বৃদ্ধি করে পাগলকরা জোছনা
জীবন মানে রঙছড়ানো কষ্টবণিক, হৃদয়কাটা যোদ্ধা।


দারুনামা
কুয়াশার কোষ ভেদী বয়ে যায় মাঘের চর্চরে হিম—শৈতপ্রবাহ
শিশিরে স্নাত তৃণ—
কপাটজুড়ে শনশন, কাঁচের বাতায়নে জমে ঘামের সঞ্জীবন
আলোয়ান জড়ানো জবুথবু দেহ—
বুকের ভেতরটায় কাঁপালো কেহ—বাতাসের তিরতিরে চাকু:
এক চুমুক দারু হবে—বাবু?

বাল্যে আমি বাকলে আসক্ত ছিলাম, আজ অবধি
সেই নেশা কাটে নাই।
তেজ—পাতার গুল্ম আমার ভীষণ প্রিয়
দারুচিনি বৃক্ষের চামড়ায় দুধদাঁত বসাতেও ভালো দক্ষতা ছিল
কিন্তু—

বয়স— পুরোটাই সময়ের খেলা— অবিরত ও অ-আপোষযোগ্য

পরিযায়ী পাখির ঝাঁক কতোবার এলো—গেলো
ইদানীং কমে গেছে তাদের ডানাঝাপটানো
তবু আমার জীবন ফিবোনক্কি রাশির মতো উতলাতে থাকলো
বৃক্ষ আমি—গুঁড়িতে জমলো বয়সের দাগ
হৃদয়সন্ধির সময়ে এসে আবারো জাঁকলো বুভুক্ষু আহ্লাদ—
হাঁড়কাঁপানো শীতের রাতজুড়ে ঢুলুঢুলু—স্মৃতির চপেটাঘাত
এখন এক চুমুক দারু হলেই উতরে যায় এই দীর্ঘল মাঘী রাত।


বন্ধনতত্ত্ব
আস্থাহীন প্রেমের সম্পর্কগুলোই—একেকটা—নিকৃষ্ট ঠগচক্র
সুখের বাজিপোঁড়ানো চোখের তারায় তারায় নাচে ধূর্তআনন্দ
বছরের পর বছর ধরে চলমান ভুলে ফাঁপা সামাজিক দাম্পত্য

নগরকর্ণকুহরে গুঞ্জন তোলে মুখরিত যুগলের বেতাল—কথা
দায়হীন ভালোবাসা মানেই নষ্টামি—জমজমাট বিশ্বাসঘাতকতা
আজকাল হৃদয়ের বদলে নিউরন খেলানোর নাম প্রেমেরখেলা
টেনেটুনে টিকিয়ে রাখা ও কোনমতে টিকে থাকার সম্পর্ক এটা

তবু, তারপরও সেখানে কিছু না কিছু ভালোবাসাবাসি হয় তো
ধুমধাম জমে ওঠা প্রেমের খেলাগুলোর সবটাই মিছে নয় তো

একইসাথে ‘সম্পর্ক’ একটা বিজ্ঞান—এমনকি চিত্র ও চারুকলা
এটি একটি অনন্ত যৌবনা—বাণিজ্য, অলটাইম আধুনিক পণ্য
তবে টেকসই বন্ধনের জন্য সুষমশ্রদ্ধা ও দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ

আপনার মন্তব্য