শেখ শাফায়াত হোসেন-এর ৪ কবিতা

 প্রকাশিত: ২০১৬-০৮-২৬ ১৮:০১:১৯

শেখ শাফায়াত হোসেন:

বৈশাখী ফাল্গুনে
বোশেখের আকাশ আগুনমুখো, উসকানি চায়
মেঘে মেঘে ঘষা লাগে, বিদ্যুৎ চমকায়।
জলে জল ঢালো, আগুনে আগুন।
‘হৃদয় ও কাননে’ আজ লেগেছে ফাল্গুন।


ঝড়ের রাত্রি
তোমাদের ওখানে কি ঝড় হচ্ছে, প্রলয়ঙ্করি?
অজানা আক্রোশে আছড়ে পড়ছে আকাশ
দালানগুলো হেলে পড়ছে যে যার ঘাড়ে পারে।

বাতাসে জলের প্রেম,
প্রবল আবেগে উছলে পড়ছে গঙ্গা-যমুনা
চড়াৎ শব্দে ভেঙ্গে পড়ছে বুড়ো মেহগনি-শিরিষ
লোমকূপ থেকে বেরিয়ে আসছে জাম-জামরুলের মূলদেশ।

খড়ে বাঁধা ঘরের চালগুলো উড়ে বেড়াচ্ছে
কেটে যাওয়া ঘুড়ির মতো।
জামা-সাইকেল পাক খেতে খেতে
চড়ছে মগ ডালে।

আমার এখানে হচ্ছে, বুকের ভেতর।


ফুলের প্রতি
আমি ফুলের সুষমায় মুগ্ধ হই;
ফুল ধরা হাতখানা বাড়িয়ে দিয়ে
নারীকে বলি ভালোবাসি।

আমি মাজারে মিনারে পুষ্পার্ঘ দেই
দেবতাকে রাখি তুষ্ট।
আমি মুঠি মুঠি দল ছুড়ে ছুড়ে মারি
আশীর্বাদপুষ্টদের মুখে।

আমি ফুলের গন্ধ ভালবাসি;
ফুলের গন্ধ ভরা বিদেশি সুগন্ধি বোগলে মাখি।
আমি জলদানীতে ফুল রাখি।

আমি ফুল দিয়ে বাসর সাজাই,
ফুলের গন্ধ নিতে নিতে করি স্ত্রী সম্ভোগ।

আমি প্রিয়ার এপিটাফে
ভালোবাসার শেষ নিদর্শন হিসেবে
একটি অথবা অনেকগুলো ফুলের একটি তোড়া রেখে
বুঝিয়ে দেই,
আমি ফুলকে বিসর্জন দিতেই ভালোবাসি।

আমি ফুল কিনি, ফুল বেচি
ফুলের সওদাগর। ফুলকে আমি বাসি না ভালো মোটে!


ভূমিকম্প বা পরকাল
আমি বিশ্বাস করি পরকাল বলে কিছু নেই
যদি থেকে থাকে আমার কি হবে?
জানা মতে আমি এমন কোন পাপ করি নাই
যার জন্য আমাকে অনুতপ্ত হতে হবে।

পাপ হচ্ছে তাই
যা আমি করি নাই।

মূলত আমার সাহস ছিলো না।

আপনার মন্তব্য

এ সম্পর্কিত আরও পড়ুন