প্রকাশিত: ২০১৬-০৯-২২ ০৩:৩২:০৪
আপডেট: ২০১৬-০৯-২২ ০৩:৩৪:৫০
শেখ শাফায়াত হোসেন:
ভালোবাসা বিলিয়ে দেবো
আগুন পানি মাটি আর বাতাসে
নিঃশেষ হয়ে যাবো এক নিমিষে।
বিঅ্যান্ডএইচ ব্র্যান্ডের ধুম্রশলাকা হয়ে মিশে যাবো সাদা মেঘের ভেলায়
তৃষ্ণার্ত পথিকের মতো সাঁতার দেবো আলভালুপার অতল সমুদ্রে
কুমোরের হাতের ছোঁয়ায় হয়ে যাবো কাঙ্ক্ষিত ছাইদানি
এয়ারটাইট প্যাকেট ছিঁড়ে ঢুকে যাবো পটেটো চিপসসে
অথবা পেপসির বোতলের খালি অংশে।
এই ভাবে ভালোবাসা বিলিয়ে দেবো
আগুণ পানি মাটি আর বাতাসে
নিঃশেষ হয়ে যাবো এক নিমিষে।
সন্ধ্যার আকাশে আর খুঁজে পাওয়া যাবেনা,
যাবে আবছা আলো আর কোলাহলপূর্ণ কোন এক পান্থশালায়
স্নিগ্ধ শীতল চোখে অথবা শ্রাবণের অঝর ধারায়।
আপনার মন্তব্য