তোমার তুলনা তুমি নিজেই

সৈয়দ শামসুল হক স্মরণে

 প্রকাশিত: ২০১৬-০৯-২৮ ০১:৩০:১৫

 আপডেট: ২০১৬-০৯-২৮ ০১:৩৪:৫১

শফিকুল ইসলাম:

সৈয়দ শামসুল হক : তোমার তুলনা তুমি নিজেই
আজকেও তোমার রাজ্যে বৃষ্টি ঝরেছে
তোমার সেই দুই লাইনের প্রথম রচনা
লাল টুকটুকে পাখিও হয়তো কাঁদছে...
তোমার কবিতাকেই খুঁজে, খুঁজে সারাবাংলা
তুমি দিলে বড়ো শূন্যতা, চলে গেলে একা।

তোমার শতাব্দী ছিলো এ বাংলা
লেখার ধাঁচে থাকতো ভাবনা
তুমি শতাব্দীর কবি, যৌবনে কবি
তোমার শূন্যতায় তায়
অঝরে চোখে বৃষ্টি ঝরে।

তোমার ভাবনায় জেগেছিলো বাংলা
তুমি জানিয়েছ নুরুলদীনের কথা
তোমাকে ভুলা যায়...
তোমার শূন্যতা হবে না পূরণ
তুমিই ছিলে সৈয়দ শামসুল হক
কারণ তোমার তুলনা তুমি নিজেই।

আপনার মন্তব্য