রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

 প্রকাশিত: ২০১৬-১০-১৬ ২২:২৫:৩৬

কবির য়াহমদ:

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
তোমার প্রেমিকারা তোমাকে দেখেনি, দেখেছে কেবল শব্দ খেলা
শব্দের গতিবেগে থেমেছে যুদ্ধ, শুরুও হয়েছে ঢের
দিকে দিকে বেজেছে সাইরেন, উপকুলে উঠেছে সতর্কীকরণ নোটিশ
কবি, বাইরে রোদ্দুর লুট হয়ে গেলেও কেউ লিখে রাখেনি তার খতিয়ান
আমিও লিখিনি, অথচ কি অবলীলায় লিখে রেখেছে কেউ কেউ
আমি চিনিনা তাদের, সেও চেনেনা তাদের, তবু চেনা কেউ; ছায়ারূপি!

তুমি কি বাইরে আসবে? বাইরে আসতে জানো তুমি?
বাইরে এসো! দেখে যাও আকাশ প্রত্যুত্তর দিয়েছে চিঠির
আমাকে কি শুনছো তুমি? আমি ঠিক ঠিক শুনছি তোমাকে।

কবি, একদিন পৃথিবী হবে কবিতার পৃথিবী
তাই এখানে তোমার ছায়া ঢেলে দাও
এখানে তোমার মায়া ঢেলে দাও
শব্দ-কবিতায় আসলে আসুক আরেকটা বিশ্বযুদ্ধ!

আপনার মন্তব্য