প্রেমের আঁধারে আঁধার প্রেম

 প্রকাশিত: ২০১৮-০৪-২৭ ২২:২৮:৫৫

শারমীন সুলতানা:

আঁধারকে ভালোবাসি; ভালোবাসি অখণ্ডের
অযৌক্তিকতাকে,আঁধারবাসীর মতোই!
ভালোবাসি শেকড় গজানো আঁধারের দোহাই দিয়ে।

বিস্মৃতির অতলে যে গভীর; সেখানেও আঁধার!
স্মৃতিরা আঁধার পোষে; ভালোবাসে; আঁধার হারায়।
বিস্মৃতির মতো করে পোষা আঁধারকে ভালোবাসি।

পৃথিবীর বিমর্ষ যে আলো-সৌরের
কালো-গহ্বরে সে হারায়। সৌরের কালো রঙে রাঙিয়ে
কালো গহ্বরের মতো; আমি আঁধারকে ভালোবাসি।

দেহের যে অন্দরখানা; যত্নে অযত্নে বেড়ে ওঠে
‘কর্তার’ আঁধার কোলে; সত্ত্বায় কালো প্রেমবোধ
জাগে; শেষে ভালোবাসি, আঁধারকেই ভালোবাসি!

আপনার মন্তব্য