প্রকাশিত: ২০১৮-০৭-০৯ ১৮:০৭:৩৪
শারমীন সুলতানা:
হে বর্ষণ, হে বর্ষার শ্রাবণধারা-
উদাসী, বিবাগী,
চলেছ কোন অভিসারে,
কোন বিষণ্ণ বেদনায়!
কেন বারে বারে, থেমে থেমে-
অশ্রু ঝরাও এ ধরাধামে!
কেন তুমি অস্থির,চপলা চঞ্চলা।
ফিরে তাকাবার নেই কি কোন অবসর!
হয়োনা সর্বগ্রাসী, পড়োনা আছড়ে;
করোনা নিষ্প্রাণ নৈসর্গিক এ বেলাভূমি।
কেন আক্রোশে সর্বগ্রাসী হও; ভেঙ্গে দাও
বিহঙ্গের সাজানো এ নীড়!
বোঝনা আর্তনাদের ভাষা!
ধীরে চল আজ প্রণয়াভিমুখে
ওখানে ঐ সাগর দুহিতায়!
কোন পার্বণে সাজিয়েছো আকাশ !
কে চুমে তোমায় স্পর্শে-
কোন সে রাজাধিরাজ!
সমীহ করে সলাজে বারে বার।
দিগন্তবধূ টেনে দেয় আঁচল রাঙায়ে অবয়ব!
হে বর্ষণ, হে বর্ষার শ্রাবণধারা-
উদাসী, বিবাগী,
তর্জন-গর্জন;
থামাও এবার।
আপনার মন্তব্য