কুয়াশা সকাল

 প্রকাশিত: ২০১৮-১১-১৯ ১৩:৪৩:৫৪

অজেয় বিক্রম শিবু:

সেই সকাল, মিষ্টি সকাল-আমার সোহাগী রোদ্দুর
হেমন্তের হৈমন্তী, কৈলাশ থেকে নেমে আসা পার্বতী
সে যে গভীর গভীর সমুদ্দুর।

আশ্বিন চলে গিয়ে যে কার্তিক এলো
এই অগ্রহায়ণে তোমার চোখের পলক
জীবন আবার এখানেই জীবন্ত হলো,
আসছে পৌষে তোমার নির্ভুল রূপের ঝলক।

সেই সকাল কুয়াশা সকাল, মন জুড়ানো চাদর মোড়ানো শীত
সেই সকাল মিষ্টি দুপুর, তুমি আমার বুকের ভেতর সোনালী ফ্রেমে সুখ দুঃখ অতীত।

সেই চোখ, সেই যে চোখ; এই চোখের হরিণটাকে আমি চিনি
এই মন-সেই যে মন টা, আমার বুকের ভেতরবাড়ি, ঠিক আমি জানি।

সেদিনই বুঝে গেছি আমি, সেই চোখেই আমি সর্বস্বান্ত এই চোখেই আমার পতন; সেই তুমি, আমার তুমি, শুধু আমার, অনেক কিছুর মতোন।

আপনার মন্তব্য

এ সম্পর্কিত আরও পড়ুন