
প্রকাশিত: ২০১৭-০৮-১৮ ১৫:৩২:১৯
আপডেট: ২০১৭-০৮-১৮ ১৭:৫২:১০
অজেয় বিক্রম শিবু:
যতবার তুমি আঘাত করেছো
ততবার আমি বিজয়ী হয়েছি
প্রচণ্ড নির্ভরতায়, প্রবল বিশ্বাসে
আর অসম্ভব ভালোবাসায়।
বুকের ভেতর ইটপাথরের কত দেওয়াল উঠে
অভিমান দ্বিধায়
ডান কিংবা বাম করতে পারি না কখনো,
আমার স্বৈরাচারী মন সমস্ত বুকের জমিনে
চাষাবাদ করে তুমি-সুখের।
বারবার পরাজিত হয় মান অভিমানগুলো
আমার বিশ্বাস নির্ভরতা আর ভালোবাসার কাছে।
মুহূর্তেই আবারর সংঘবদ্ধ হয়ে সেই দেয়াল
ভেঙে দিয়ে যায় বিশ্বাস আর ভালোবাসারা।
আমি গর্বিত, আমি ভালোবাসাবাদী!
বহুবার বহুভাবে মিলিয়েছি নিজেকে
তুমি ছাড়া মেলেইনা সব দাবী দাওয়া
তোমাতেই যে আমার সমস্ত পূর্ণতা সুখ টের পাই,
তাই তুমুল মন ঝড়েও
তোমাকে পাই খুঁজে চোখ বুজে,
ভালোবাসা যে বুঝেও অবুঝে।
আপনার মন্তব্য