অজেয় বিক্রম শিবুর ৩ কবিতা

 প্রকাশিত: ২০১৭-০৯-১০ ১৪:০৮:২৩

 আপডেট: ২০১৭-০৯-১০ ১৪:১৮:৫৪

অজেয় বিক্রম শিবু:

আমার কলম


আজ রাখি; এখনেই শেষ করলাম
উত্তর দিও, প্রতীক্ষায় রইলাম...
জানি তার কোন উত্তর পাবোনা
শুধু শুধু ব্যস্ত রাখলাম কলমটাকে
অনেকখানি সময়।
 
এখনো কলমটা ব্যস্ত
আজো চায় সে চলতে, অতীতের মতো দ্রুত
কেন বোঝে না এই মন
ছলনার তীব্র দহন
আজো সে অবুঝ সেই ভালোবাসাকামী
ছুটে চলে অজানায়, একটু সুখের আশায়।
 
ক্লান্ত মনে আবারো প্রশ্ন,
কেমন আছো তুমি?
আজো সে অবুঝ
শুধু ক্ষীণ উত্তরের আশায়, কেমন আছো তুমি?
পথ ছুটে ক্লান্ত মনে একা
শুধু একটি কথা বাজে
উত্তর দিও কদম্ব, প্রতীক্ষায় রইলাম।


 ২
কদম্ব!
আজ অবধি তোমার চিঠি আসেনি,
প্রতীক্ষায় আমি, বিষাদের ছায়া
আমার ক্লান্ত মনে, কষ্ট সুখের কান্না
একান্ত গোপনে।

আবারো প্রশ্ন, কেমন আছো তুমি?
একটু সুখের আশায়
ছুটে চলে দূর থেকে দূর অজানায়;
ছলনার যন্ত্রণা নিয়ে ব্যস্ত হয়ে
কলমটা এখনো প্রশ্ন রাখে,
মুহূর্ত সমরের ফাঁকে
তোমার আসার স্বপ্ন দেখে।

ক্লান্ত মনে বিশ্বাস আজো
নীল খামে তোমার নীলিমা আসবে
আমার ঠিকানায়।


আজ পর্যন্ত তোমার চিঠি আসেনি,
মন জোয়ারে স্বপ্ন ভাসেনি
অপেক্ষায় আছি কিন্তু, সঙ্গী ক্লান্তমন
অপেক্ষাতেই আপন।

কদম্ব
প্রশ্ন একটাই একটু সুখ আর
একটু বিশ্বাসী ভালোবাসা চাই
এখনো তোমার আসার স্বপ্ন দেখে
কলমটা যে অবিরত ব্যস্ত থাকে।

ছলনার কালিতে
কাগজ আঁচড়ে
প্রশ্ন রাখে কলমি মন
করুণা চাই না
আমি করেছি আপন
তোমায়, ভালোবাসা গোপন
উত্তর দিও, উত্তর চাই।

আপনার মন্তব্য