সাব্বির খান’র তিনটি কবিতা

 প্রকাশিত: ২০১৫-০৮-০২ ০১:১৭:৪১

জয় বাংলার মাঠ-ঘাট-প্রান্তরে- ঠিক একাত্তরের মত... অবাক করে দিয়ে বিংশতেও:

একাত্তরের মত করে

বৃষ্টির মাদকতা কিছুটা যদি ছড়িয়ে যেত
রক্তের অনুগুলোতে;
যৌবনের দীপ্ততা কিছুটা হলেও যদি
ভিজিয়ে দিত সংগ্রামের নিঃসঙ্গ পতাকাটাকে;
আমি বুঝে নিতাম, তুমি আছো ঠিক ওখানটাতেই-
যেখানে ধমণীর প্রতিটা প্রবাহ বয়ে যায় অনাবিল।

জয় বাংলার মাঠ-ঘাট-প্রান্তরে-
ঠিক একাত্তরের মত...
অবাক করে দিয়ে বিংশতেও!


বন্দী
অদৃশ্য মৃত্যুর আলিঙ্গনে আবদ্ধ আমাতে-
বিশুদ্ধ বায়ুর নিঃশ্বাস বয়; প্রতিদিন-প্রতিমূহুর্ত।

নিখাদ ভালবাসাগুলো সখ্যতার ভিত গড়ে,
ঝুলন্ত ঝরণার প্রতিটি বালু আর জলকণার সাথে।

বন্দী জীবনে সিঁদ কেটে প্রবেশ করে মুক্তির প্রত্যাশা-,
আলো ও আধারের তারতম্য বুঝিয়ে দেয়-
চুড়ির রিনিঝিনি আওয়াজ।

বিনুনীর ধাপ বেয়ে মন, প্রতিদিন ছুটে যায় স্বর্গ দুয়ারে;
যেখানে খঞ্জর হাতে বসে থাকে স্বর্গদূত,
তুমি, আর- নিচ্ছিদ্র মৃত্যুর নিশ্চয়তা।

আমিতো একটু একটু করে সেখানেই বন্দী-
প্রতিদিন- প্রতিক্ষণ – প্রতিমূহুর্ত!


মানুষ খুঁজে না পাই

আমি স্ত্রৈন হতে চাই।
পুরুষ না হলে সে সুযোগ আমি কোথা হতে খুজে পাই!
তুমি প্রেমিকা হতে চাও?
পুরুষবিহনে এই শহরে কি করে যে তা হয়!
ঘুরেফিরে সেই তুমি আর আমি,
মাঝেখানে কিছু নাই।
নিরস ভাবনা "নারী-পুরুষে",
মানুষ খুজে না পাই!

আপনার মন্তব্য