গান পোড়েনা

 প্রকাশিত: ২০২০-০৫-২৩ ১৫:৩৩:২৭

অপূর্ব শর্মা:

গানের খাতা পোড়ানো যায়, যায়না পোড়ানো ভাষা
বাউল লিখে গান মনের মাঝে, পুরণ করে প্রত্যাশা
পুড়তে পারে দোতারার তার, পুড়তে পারে একতারা
গানের দেশেই সাধনার তার হয়ে থাকে ধ্রুবতারা
আগুন দিয়ে পোড়া যায় ঘর, যায়না পোড়ানো চেতনা
অন্তরেতে জেগে থাকে গান করতে সুরের উপাসনা
হিংসার অনল বাউলের প্রদীপ নেভাতে পারেনা
গানে চলে সহজিয়াদের অমর প্রেমের আরাধনা
ছাই হতে পারে নড়বরে ঘর, জ্বলেনা বসত ভিটা
বন্ধুর গীত রচিত হয় দেখেই অসীম আকাশটা
বন্ধ হলে সকল পথ, বাতায়ন খোলা থাকে মনের
বাউলেরা কখনও ধার ধারেনা হিংসা-বিদ্বেষের
যন্ত্র-সঙ্গত সকল কিছুই থাকুকনা যতই দূরে
কলম ছাড়া গান বাঁধবে বাউল নতুন কোনো সুরে
বাউলের গানেই আছে বাঙলার কাঁদা-মাটির স্থান
সুধা গন্ধে সে গান মন মজাবে ভরবে আশায় প্রাণ।

আপনার মন্তব্য