ফিরে যাওয়ার ডাক

 প্রকাশিত: ২০২০-০৫-২৯ ১২:৪৩:১৫

মাসুদ পারভেজ:

অনির্ণীত ভালোবাসার মন্দগল্প ফুরিয়ে গ্যালে
বিষাদের পাখি ডানা মেলে যায় চোখের চোখ খুলে
সবুজবরণচাঁদ ডানা মেলে চলে যায় দূরে
সীমার বাইরে অসীমে, আড়ালে হারিয়ে যেতে যেতে
বিষ্টি নামাবে বলে আজও পাখিসম মন অর্গল ভেঙে
নিমিষেই খুবলে যায় চোখের কোটরে;
আমাদের মৃত্যু এসে খুঁজেছে গতকাল

চলো,
আজ না হয় ভেসে যায় সময়ের আগে আগে ;
ফিরে যাই আমাদের যাদুর শহরে
বাকশোবন্দি মলয় বাতাসে মিলিয়ে যাবো বলে
শহুরে সবুজের পথ মাড়িয়ে
নির্মল আনন্দের ঝর্ণা বেয়ে

আপনার মন্তব্য