ধ্বংস হবে নরক ও আগুনের ভয়

 প্রকাশিত: ২০২০-০৫-৩১ ১৬:২৪:০৬

 আপডেট: ২০২০-০৫-৩১ ১৬:২৫:৪০

পিকলু প্রিয়:

আমার ব্যক্তিগত শরীরে কার শরীর জড়িয়ে থাকবে আর না থাকবে সেটা নির্ধারণ করার আপনি কে হে রাষ্ট্র?

আমার ব্যক্তিগত বিছানায় কে শোবে
সেটা নির্ধারণ করার আপনি কে হে মূর্খ মোড়ল?

আমার ব্যক্তিগত চারিত্রিক সনদ দেওয়ার আপনি কে হে ঈশ্বর?

বহুকাল প্রেমের পর কিছু বিরহ আমার
উত্তেজনাকে খানিকটা শান্ত করে রেখেছে।
নয়তো আমিই হতাম নতুন আরেক প্রলয়!

মানুষতো আর নিজের মৃত্যুতে আগুনে জ্বলে ছাই হয়ে মাটিতে মিশে যাওয়া দেখে যেতে পারে না
আমি আমার মৃত্যুতে আগুনে জ্বলে ছাই হয়ে মাটিতে মিশে যাওয়া দেখে যেতে চাই হে ঈশ্বর
দেখান আপনার কারিশমা!

এই বৈজ্ঞানিক রাজনৈতিক মিডিয়ার যুগে
শোনান আপনার অলৌকিক গান
আমার রয়েছে নির্বোধ জীবিত শরীর আর রক্তপূর্ণ মস্তিস্কের খুলি।

মানুষ অলৌকিক দেবতাদের খুঁজে খুঁজে কত কাল ধরে থেমেছে এসে শেষ শ্মশানের তীরে
ধ্বংস হয়ে যাবে আগুন আর নরকের ভয়
সেখানে আমি জোনাকিপোকা হয়ে ছড়িয়ে যাবো আলো।

যদিও শেষে সমাপিকা ক্রিয়ায় মানুষ গেছে মানুষের হাতে মরে
কারণ মৃত্যুই চিরন্তন সত্য বাকিসব ধূসর।

রয়েছে আলো, রয়েছে সবুজ ঘাস, রয়েছে চড়ুই পাখি, তারি মধ্যে মানুষের দ্বারাই ঘটছে মানুষের উড়াউড়ি।

আপনার মন্তব্য