দ্রোহের বাকশো বোকা বাকশো

 প্রকাশিত: ২০২০-০৬-১৮ ১৪:১৪:৩৮

মাসুদ পারভেজ:

নৈঃশব্দে অন্ধকার হাতড়ে
আলোকরশ্মি তেড়ে এসে সজল শক্তি দিয়ে
শোষণ করতে উদ্যতমুষ্টি দেখায়
ভয়ে কুঁকড়ে যাই
অবিন্যস্ত দ্রোহ নিয়ে আবারও জেগে উঠি।
জাগি আড়মোড়া ভেঙে
পথ চলি আশা-হতাশার যুগলবন্দীতে,
দূরে, বহু ক্রোশ দূরে কুপি জ্বালিয়েছে কেউ একজন।

আকাশজুড়ে রঙিন আনাগোনা
রঙধনু নয়:
দুর্যোগের ঘনঘটা,
জমে আছে ছোপ-ছোপ মেঘের অস্থিরতায়,
কোণে-কোণে ভাঁজ হয়ে আছে
নগ্নমেঘগুলো,
এই বুঝি ঝেঁপে দিবে
মাঠ পেরিয়ে তেপান্তরে যাবে পৌঁছে
নরোম কোমল পানিকণা;
একটা শালিকের বহুদিনের অপেক্ষা আজ ফুরোবে।

এই জনপদের প্রান্তিকে অনিঃশেষ দু:খ বয়ে যায়
দু:খের খেরোখাতায় উপচে পড়া হিসেব জমা হয়
ভীষণ দুর্বিষহ জীবনের ধারাপাতে;
আগাগোড়া আশায় পথ চলা।

তবুও, জীবনের জয়গাঁথা
আশার বাহনে আবাহনের আনাগোনা
তবুও, জীবনের হাঁকে নিত্য আসা-যাওয়া;
একরাশ নিঃশ্বাস ফেলেও বলি;
খুব ভালো আছি।

আপনার মন্তব্য