জীবন যেখানে যেমন

 প্রকাশিত: ২০২০-০৬-২৬ ১১:৩৬:৩৫

 আপডেট: ২০২০-০৬-২৬ ১৭:৫৭:২০

মাসুদ পারভেজ:

প্রাচীন পুঁথির পৃষ্ঠা ছুঁয়ে ছুটে চলা হে সময়
আমাদের গল্পের রেশ এখনও আছে
বাতাসে ভেসে বেড়ায় এখনও নতুনে ঘ্রাণ
মিছিলে মিছিলে জমছে পয়গাম।

আমাদের গত হওয়া সময় আবার ফিরছে
কার্নিশে জমে থাকা ধুলোবালি উড়ছে শূন্য পেরিয়ে
বেঁচে থাকার চিরকালীন অভ্যেস আমরা রপ্ত করেছি
এখানে জীবন, এখনও আদি ও অনিঃশেষ।

এখানে বিস্তৃত হতাশা, চাদরে মোড়ানো যৌবন
এখানে থেমে যাওয়া পলকে অবাক বিস্ফোরণ
এখানে অস্থিরতা, হল্লা আর উদোম
দিনশেষে এখানে বিপুলতায় হারানো মরণ।

প্রাচীন পুঁথির জবানিতে এখানে রসদ
বেঁচে থাকার অবারিত মৃত্যুকূপ
মগজজুড়ে রক্তের দামামা
জীবন এখানে পরাস্ত;
জীবন এখানে পিছমোড়া সৈনিক।

আপনার মন্তব্য