জাহাঙ্গীর জয়েস-এর পাঁচ কবিতা

 প্রকাশিত: ২০২০-০৬-২৮ ২১:৪১:৪৭

 আপডেট: ২০২০-০৬-২৯ ১২:২৭:৪৩

জাহাঙ্গীর জয়েস:

আগুন
নিমতলির বস্তি থেকে চলে এলে তুমি এই শহরে; কতটুকু পুড়লে বুঝা যায় না কিছুই আর; দিনে দিনে নেই আর খোলা প্রান্তর!

 

স্বভাব
কুকুরে থাকবে
কুকুর স্বভাব
এটাই স্বাভাবিক ;

মানুষে নাই
মানুষ স্বভাব
এটাই অস্বাভাবিক!

 

দাসত্ব
দাস হয়
অতি ভক্ত;
দাসত্ব
বড় শক্ত।

 

মন
দাউ দাউ দাবানলে
পুড়ছে বন;
বাঁচার তীব্র আকুতি
তবু পুড়ে না মন!

 

তর্জনী
তোষণ একটু ছাড়ো
প্রশংসা-টা করো;
ব্যবসা একটু কমাও
ভাষণ-টা ধরো;
এখন খুব প্রয়োজন
তর্জনীর গর্জন।

আপনার মন্তব্য