বেদনার লাল আকাশ

 প্রকাশিত: ২০২০-০৭-০৪ ১৬:০৪:৩৮

মাসুদ পারভেজ:


অসুখ সেরে গেলে কী করবো
জানতে চেয়ে লজ্জা দিবো না বলে—
ঘুরঘুর করে যাই মনের ভেতর
গহীনে গেঁথে যাওয়া বেলিফুল
কার্নিশে বারংবার উঁকিঝুঁকি দিই;
এই বুঝি এলো সুবাসিত মুখ।

বিশ্বাস করো তুমি অবিশ্বাস দূরে সরিয়ে
মনের ভেতর যত্নে মাখানো ভীষণ অসুখ,
আজ এই ক্ষণে ভাবছি আনমনে
কী অসুখ বাঁধিয়েছি সযতনে...

সেদিন মেঘেদের ডাকে-ডাকে গিয়েছিলাম সবুজবনে
সোনালি অসুখ বাঁ দিকে চেপে
আলতো ছুঁয়ে যাওয়া পাহাড়ের ঢেউ;
কী ভীষণ অসুখ আমায় পেয়ে বসেছে
তোমাকে ভুলতে চাওয়ার যন্ত্রণা,
আমায় ডুবেছি পঞ্চমীচাঁদের সাথে।


অসুখ সেরে গেলে তবুও তোমায় ছোঁব
তোমায় ছোঁব আমি সুরে-সুরে
গালিবের শের পাঠ করতে করতে চলে যাবো,
চলে যাবো নিশাপুরে।
খৈয়ামের বুক থেকে একটা গোলাপ এনে
গুঁজে দিবো তোমার স্তনে।

অসুখ সেরে গেলে তবুও তোমার জন্য
বিশ্বাসে অবিরাম অবিশ্বাস
বেদনার লাল আকাশে নীল নাজিম
তবুও তোমার জন্য বুনে যাবো,
লালসমুদ্রের ঢেউ।

আপনার মন্তব্য