ভুলে যাওয়া বারণ

 প্রকাশিত: ২০২০-০৭-১৩ ১৭:৪৯:১৬

মাসুদ পারভেজ:

কত কি যে ভুলে যাই সময়ের টালবাহানায়
আমাদের বুঝি ভুলে থাকাই ভালো
কত শখের পোষা বেড়াল, তার কথাও ভুলে গেছি
শেষ কবে সুমতিতে হেসেছি তাও ভুলে গেছি

ভুলে যাওয়া কত নামি-দামি ক্ষণ ভুল হয়ে গেলো
সময়ের গোলার বিদ্যুৎগোলায় কাবু হলো কত কি
আরও কত ভুলে গেলে ভুলে যাওয়া থেমে যাবে
কোলাহল পেরুলে বুঝি মধুচন্দ্রিমা;
আমাদের মনে রাখার দিন গত হলো হলে

স্লোগানে স্লোগানে মুখরিত মুখ ভুলে গেছি
যমদূত যেমন ভুলে থাকে হাসিমুখ
আমিও ভুলে গেছি মায়াবী সুখ
বেজায় ফাঁকে ফাঁকতালে বেরিয়ে গেছে কত শত সোনামুখ
আমাদের সোনালি সেই দিন হারিয়েছি বলে

আমরা ভুলে রই ঐতিহাসিক অতীত
বর্তমানের মাথা খেয়ে গুঁজে দিই আগামীর পথরেখা
পাথরে ফুল ফোটানোর ভুলে যাওয়া শপথ;
আমরা বিনির্মাণ করে যাই ধূসর অভিমান

তাই, এভাবে চলছে পথ দূর আকাশের নীল জলে
সোনাঝরা রোদ্দুরে ঝিলিমিলি মন কেঁদে যায় অকারণ
সুবিমলের আজ ভীষণ তাড়া
নেরুদার জন্মদিনও ভুলে থাকে অনিমেষ;
আমার আজ হারানো বারণ;
এই অবেলায় তুমিও হাসছো ঝরঝরে
দখিনা বাতায়নে আজ একরাশ খোলামুখ।

আপনার মন্তব্য