আমায় নিয়ে যাও অসীমে

 প্রকাশিত: ২০২০-০৭-১৭ ১৪:৪৯:১১

মাসুদ পারভেজ:

শিখতে শিখতে আমি নিয়ত কাক হয়ে যাই
যেন পবিত্র ভূমি থেকে অচ্যুত হয়ে যাওয়া
একেবারে বাঁ প্রান্ত ধরে ডানে চেপে বসা

সেদিন এক বিশাল পাহাড় চেপে বসেছিল নত হওয়ার জন্য
কুঁজো হয়ে গেলাম আকাশপানে
অবিরাম মেঘে-মেঘে নীল জোছনায়
ভেলায় চড়ে আমি গিয়েছিলাম দূরে কোথাও


সময়ের নির্ঘণ্ট লিখে রাখি
স্মৃতি থমকে গ্যালে আমার কাছে
একরাশ সুরভি ছড়িয়ে দিই গোলকে

হয়তোবা আকাশ, বহমান নদীর মতোন
জীবনের নিখাদ গল্পে হারিয়েছে কীর্তিনাশা
লেনাদেনা নয় বরং ফেনিল বাতায়ন
কার্নিশে রেখে যায় মুখ ও মুখোশ


স্মৃতি হাতড়ে তোমায় ছোঁব
অচীন পাখিদের নীড় পেরিয়ে
সবুজে ডালপালা অঙ্গে মেখে
প্রাণপণে প্রাণের উৎসবে

আমি কাকের মতোন
কোকিলের বসন্ত আনি
ফুরিয়ে গ্যালে দারুণ কসরত
সময় আমাকে পেরিয়ে এসেছে:
আমার বেলা ফুরাবার আগে তোমার পূর্ণতা আসুক।

আপনার মন্তব্য