বাড়ছে দেনা বাড়ছে যন্ত্রণা

 প্রকাশিত: ২০২০-০৭-২০ ২০:১৩:২৮

মাসুদ পারভেজ:

হয়তোবা আমি পারছি না বলতে তীব্র মর্মবেদনার অফুরন্ত কথা
হয়তোবা তোমাদের চাতকী চোখ তা এড়িয়ে গেছে তীব্র যাতনার দহনে
আমার মন কেঁদে যায় অভিশপ্ত নাটাই ধরে
আমাদের ঘুড়ি যাচ্ছে ভেসে নীল জলের কান্না নিয়ে

হয়তোবা জানছো না তোমরা
কি দারুণ ব্যথা পুষে যাই মনে
আমার চোখ দুটো পুড়ছে বিষাদী অনলে
মন আমার থমকে দাঁড়ায়, না,
কারও কারও সনির্বন্ধ অনুরোধে

আমিও বলতে পারি দুঃখিনী মায়ের বড় সাধ
তার নাড়িছেঁড়া ধন, নিমিষেই হাওয়া গেছে স্বাদ-আহ্লাদ
শুকিয়ে গেছে জেনো তার বেঁচে থাকার স্বাদ
বিস্বাদ জেনো তোমাদের ঐ চোখ;
নিত্যনতুন স্বপনের গোর:
পাথুরে পথও বুঝি জলের মতোন সহজ

এই হাহাকার, নিদারুণ মনোবেদনা
বাড়ছে জেনো থইথই করে
শান বাঁধানো পুকুরের ঘাট
তাদের জন্য, বুকে-পিঠে গুঁজে দিবো গোলাপের লাল

আমার বুক ফেটে যায় তাদের কোলাহলে
নিস্তেজ বুকেতে যেদিন ফুটে উঠবে সোনালি জমিন
সেদিন অর্ঘ্য দিয়ো, ঠাঁই দিয়ো বদনে
সেথায় এক বসত জেনো নান্দনিক অন্বেষণে।

আপনার মন্তব্য