জাহাঙ্গীর জয়েস-এর কবিতা

 প্রকাশিত: ২০২০-০৭-২৯ ০১:৩৯:৩৯

জাহাঙ্গীর জয়েস:

পোশাক
মানুষের বাইরে পোশাক আছে
পোশাকের ভেতর মানুষ নাই!


রোবট
চতুর্পাশে যুদ্ধ যুদ্ধ
মানুষ কাঁদে ত্রাসে;
রোবটের তাতে
কিছু যায় আসে!


কলরব
গরু ঘরে থেকে আমরা
করি হাম্বা হাম্বা রব;
সেই ঘরেতে মানুষ ঢুকে
করছে কলরব!


সুর
নিজের ঘরে সুর নাই
পরের সুরে গান গাই!


স্থিরচিত্র
যেনো ফ্রেমে আবদ্ধ এক স্থিরচিত্র:
মূক, বধির;
দেয়ালে ঝুলে আছে পেঁচার মতো
হায়- কাকতাড়ুয়া জীবন!

আপনার মন্তব্য