ঝুলবারান্দায় দাঁড়িয়ে আছি

 প্রকাশিত: ২০২০-০৭-২৯ ১০:২১:০৭

মাসুদ পারভেজ:

ঝুলে আছে ঝুলবারান্দায় রাশি-রাশি দুঃখিনী মুখ
ঝুলে আছে ঝুঁকির সাথে কতশত পোড়ামুখ
শুধু আমারই কিছু হলো না
হিস্যা যত উড়ে গ্যাছে কর্পূরের মতোন
না হলাম শ্রাবণের মেঘ না খোপার ফুল

কতশত উড়ুক্কু চিঠি আসে আরও কত যায় বেনামি ঠিকানায়
শুধু আমারই ডাকবাকশোতে এলো না তোমার নীল দুঃখ
এলো না সখা গোপন যত শাখায়
গাছেরাও তো একদিন মরে যায়
পেছনে ফেলে আসে কতশত অবহেলা
হয়তো জানাই হলো না শুকনোপাতার কি নিদারুণ কান্না

আমার ঘটি শূন্যে উড়ে যায়
পাখিদের দুঃখ বুকেতে রেখে
রচনা করে যায় মাঘের শীত
আমারও গাইতে ইচ্ছে করে
লোলুপ ইচ্ছে বাঁচিয়ে রাখি সযতনে
বুকেতে দাউদাউ করে জ্বলে ছাইচাপা বেদনা

একদিন সহসাই একদিন আসবে
পাখিদের ডানায়, ঠোঁটে ঠোঁট রেখে সোনালি হাঁক
একদিন সারাদিন রচনা করে যাবো ধূসর অভিমান
একদিন আমার মৃত্যুতে তোমার রুপোলী খামে
আসবে চিঠি তবুও বেনামে
আমার আত্মা ঠিক ভেসে-ভেসে হাসতে-হাসতে
সে চিঠি আকাশের বাকশে রাখতে-রাখতে;
খুনি হয়ে যাবো আত্মার বিনাশে

আমারই কোন হিল্লে হবে না জানি
তবুও ঝুলবারান্দায় দাঁড়িয়ে রবো আমি
আমার ফসিল হাতে
চিঠিখানা আসুক যমদূতের হাত ঘুরে;
তার সাথে তোমার বোঝাপড়াটা সেরে নেবো বলে

আপনার মন্তব্য