আনন্দের সম্ভারে আমার শহর

 প্রকাশিত: ২০২০-০৮-০৯ ১৩:০৬:৫৯

মাসুদ পারভেজ:

সারা শহর ঘুরে-ফিরে দেখেছি নগরের দুঃখ
কোথাকার এক ঘুপচি ভেদ করে আকাশ দেখার সম্ভার
এক মুঠো রোদ বিকাশ হচ্ছে মধ্যগগনে

সারাটা দিন রাতের অনেকটা সময়
ভরপুর আয়োজনের কমতি নেই
কত-শত মানুষ ছুটছে ধূসর অভিমান নিয়ে
রাত্রির ঘনঘটা তাদের নেমে আসে ঘাড়ভাঙা মগজে
এত-এত অভিলাষ কারও-কারও জন্য হুল হয়ে ফিরছে
কারও-কারও পায়ের ছাদ ভেংচি কেটে বিদায় নিচ্ছে

দিনমান সাঙ্গ হয়ে হন্য হওয়ার দারুণ নির্মমতায়
বিনির্মাণ করে যায় মুখোশ যত
অর্গল কত-শত খসে যায় সময়ের চৌহদ্দিতে
তবুও স্বপ্ন দেখতে যেন বারণ নেই
শহরের বাসিন্দাদের ভুল সময়ের কালক্ষেপণ
তবুও তো থেমে নেই তবুও থেমে নেই

সারা শহর ঘুরে দেখা মেলে অনেকের
যাদের সব আছে তবুও তাদের অনেক কিছুই নেই
আবার দিনান্তওয়ালাদের কিছু নেই
আছে একঝাঁক সোনালি পায়রা;
আকাশ যারা চষে বেড়ায় জোনাকি আলো নিয়ে

সে আলোতে ডুবে মরে বিষাদের প্রকাণ্ড ঢেউ
পত্রপাঠ গুটিয়ে চলে যায় উত্তুঙ্গু জীবন:
মাতাল অনুভূতির মহামারি লেগে থাকা
এ শহর, তবুও এই নগরের বুকচিঁরে
তরতর করে এগিয়ে যায় সভ্যতার সংকট।

আপনার মন্তব্য