আন্ধারমানিক

 প্রকাশিত: ২০২০-০৮-১৪ ১৫:০৪:৩৪

মাসুদ পারভেজ:

কালো-কালো সানগ্লাস আসছে তেড়ে
উর্দি আর উদ্যত কামান হাতে
দোরে-দোরে ভীষণ করাঘাত
আমাদের সকাল চুরি হয়ে গেছে

আন্ধা রাতের ছিল না আলো
বুকের ভেতর শূন্য করে
এক আকাশ রক্ত ভেসে যায়
পদ্মা-মেঘনা-যমুনার তীর বেয়ে

কালো সানগ্লাস আর ভারী-ভারী বুট
নিদারুণ কষাঘাতেও অমলিন অগণিত মুখ
যারা ভয় পায়নি মহান একাত্তরে
তারাই সয়েছিল যাতনা, অভিমান বুকে নিয়ে।


আন্ধার রাতে খুন হয়ে যায় জনকের তর্জনী
সেতারের অনবদ্য বাদন
চোখ বুজে সয়ে যাওয়া মাতার মুখ
ছোট্ট শিশুর নিষ্পাপ বায়না
বুকেতে বোনা ত্রিশলাখ স্বপন

খুন হয়ে যায় সোনার বাঙলা
সোনার জমিন
সোনালি আকাশ
ধূসররঙে ভেসেছে রক্তের লাল রঙ
একরাশ নিস্তব্ধতায় মৃতপ্রায় একাত্তরের অর্জন।

আপনার মন্তব্য