মৃত্যুর পরে আর মৃত্যু নেই

 প্রকাশিত: ২০২০-০৮-২১ ২৩:৩৩:৪৮

মাসুদ পারভেজ:

একা হওয়ার বাসনা নিয়ে মুখোমুখি হই নিজের
শূন্য হয়ে মোমের মতোন গলে যাই আমি
ইত্যবসরে ভেসে আসে ইথারের সুর
অতঃপর নিজেকে খুঁজে-ফিরি পেরিয়ে এক সমুদ্দুর

একা হতে চাইছি বলে হেঁটে চলি দূরতম বনে
শুকনো পাতার মর্মরধ্বনি বাজে তখন কানে-কানে
একটা সবুজ পাতার পয়গাম আসে সহসাই
জীবনের লেনাদেনা হাতড়ে বেড়াই জোনাকি ধূসর আলোয়

সব ব্যর্থ চেষ্টায় অতঃপর ভাবি
কি আর আছে এক জীবনে
মৃত্যুই একমাত্র সমাধান তখন গিয়েছি জেনে
ইত্যবসরে ভেসে আসে অতলান্তের স্বর্গসুখ;
মৃত্যুতে আর মৃত্যু নেই বলে
আমি নিশ্চিত যাত্রা করি সেই মহাসোপানে।

আপনার মন্তব্য