ভাঙ্গা-গড়ার খেলা

 প্রকাশিত: ২০২০-০৮-২৯ ১৭:৩১:৩৬

মাসুদ পারভেজ:

ভাবো, টানেলের শেষপ্রান্তে
নিভু-নিভু প্রদীপের জ্বালানি
এক দীর্ঘশ্বাসে, বহতা নদীতে
ঢেউয়ের তালে-তালে

ব্রত নিয়ে নন্দনে, শৈল্পিক কারুকাজ
এক আকাশ নীলে আমি দেখি অপরূপ সাজ
এরই মাঝে সময় গড়িয়ে যায় সময়ের ফাঁকে
পরমের আরাধনা চলে হরদম, ইত্যবসরে

নিজ সত্তাকে মাড়িয়ে এক অভিন্নতায়
ভেঙেচুরে এগিয়ে যাই হৃদয়ের আরাধনায়
মনের ভেতর শূন্য করে গড়ে উঠা কাবা:
আমার ডাক আসে-যায় তোমারই বদান্যতায়

মওলা,
শূন্যতার মাজারে শ্যাওলার জাল বোনা
আমাতে আটকে যায় অভিন্ন সুর
তোমাতে বিলীন, তোমাতে লীন
হে পরম, তোমার মাঝেতে শূন্য
দেল কাবার গিলাফ দোলা দেয় বারেবারে।

আপনার মন্তব্য