মানুষের প্রতি

 প্রকাশিত: ২০২০-০৯-০৬ ১২:৩৫:৪১

জাহাঙ্গীর জয়েস:

আমাদের পূর্বসূরিরা মাধুর্যমাখা ভাষায় তোমাদের
হাতে হাতে পৌঁছে দিয়েছেন আমাদের আর্তি
কাকুতি মিনতি করেছেন তোমাদের মন গলাতে
তোমরা তাদের প্রাণের স্পন্দন শুনতেও চাওনি
এভাবে আমাদের অগণিত পূর্বসূরিরা চলে গেছেন
তোমাদের অহংকার, আধিপত্য আর নির্মম পরিহাসে!

আর তাই দেখে আমরা পাল্টিয়েছি ধরণ; আমরা হেঁটেছি মৌন, কখনো রেল, লঞ্চ, স্টিমার
আটকে দিয়েছি, অবরুদ্ধ করেছি তোমাদের
কার্যালয় ; তাও তোমাদের কিছুই যায় আসেনি
মাঝেমধ্যে অবশ্য আমরা যখন চড়াও হতে পেরেছি
একদম নিরুপায় হয়ে আর তোমরা পিছু হটেছো
কিন্তু এসব শুধুই তোমাদের তাৎক্ষণিক কৌশল
ছিলো। তারপর যেইসেই তোমাদের পূর্ব রূপ
বরং তোমাদের পূর্বসূরির মতো তোমরাও একই
পথে গেছো আরো ক্ষিপ্র এবং বিধ্বংসী যানসমেত
মাঝে মাঝে যখন তোমরা বিভিন্ন জায়গায় মিলিত
হতে আমরা কানপেতে রাখতাম যদি আসে কোনো
সুসংবাদ। কিন্তু না, তোমরা আমাদের কথা তুলতে
তবে তোমাদের আধিপত্য আরো নিরংকুশ করতে
আমাদের কীভাবে নির্বংশ করা যায় সেই নকশা পাকাপোক্ত করতে।

তাই আমরাও জোট বাঁধার এলান দেই গোপনে
গোপনে: সাগর-মহাসাগর, পাহাড়-পর্বত, নদী-নালা
বৃক্ষ-বৃষ্টি, জীব-জন্তু, কীটপতঙ্গ, সবাই; সতেরো
হাজার নয়শো নিরানব্বই মাখলুকাত। আমরা
তো তোমাদের বিনাশ চাই না শুধু পাশাপাশি
থাকার অধিকার চাই, ন্যায্য অধিকার। যা তোমরা
একাই ভোগ করে আসছো অগণিত শতাব্দী ধরে!

আপনার মন্তব্য