সময়ের অভিসন্দর্ভ

 প্রকাশিত: ২০২০-০৯-০৮ ২২:৩৯:২৭

মাসুদ পারভেজ:

মাঝামাঝি সাঁকোতে দুলছে সময়
সময় পার করে যায় তার সময়
অতীতের দেনা শোধ হয়ে যায় খেয়ালী বর্তমানে
ভবিষ্যৎ ডুবে রয় তার স্বভাবজাত হেঁয়ালি হয়ে।

কে ডাকে কার নাম ধরে
কে সাড়া দেয় কার ইশারায়,
অথৈ বসন্তে মনে আসে ঝরাপাতার স্থিরচিত্র
শরতের কাশফুল নির্জনতার সাক্ষী রয়।

এসবের মাঝামাঝিতে সাঁকো পার হই বিষাদ নিয়ে
প্রকাণ্ড ঢেউ আলগোছ ভুলিয়ে দেয়
পশ্চিমের আকাশ হেলে আসে মাথার উপর
আমার আর জুড়িয়ে যাওয়ার ভয় নেই:
আমার আর দিগন্তে হারানোর তাড়া নেই।

সব লুটেপুটে নিয়ে সময় ভুলে রই
সময়ে নির্ঘণ্ট লিখে রাখি সবুজ রঙে
পাতাঝরার দিন আরও দূরে চলে গেলে
ঋতুরাজ বসন্তে চলে বিরহে আয়োজন।

আপনার মন্তব্য