এই অচলায়তন ভাঙলে পরে

 প্রকাশিত: ২০২০-১০-১১ ২২:২৪:৪০

মাসুদ পারভেজ:

এই অন্ধকার কেটে যাবে আলোর নাচন আসবে বলে।

তবুও আশা ছাড়ি না
আমাদের তল্লাটে আসবে নেমে আনন্দ
মানুষের মাঝে মানুষের মাতাল সৌরভ
ছড়িয়ে যাবে ফল্গুধারা সবার মাঝে।

আমি আশাবাদী আমাদের নিয়ে
আমাদের আরও যূথবদ্ধ হতে হবে
পাখির পলকে চাতকিনী চোখের ন্যায়
অযুত-নিযুত বন্ধন গড়ে তুলতে হবে।

আমাদের হার না মানা উদ্যমে
হার মেনে যাক যত কূপমণ্ডূকতা
রবির কিরণের মতোন শুদ্ধতায়
নিপাত যাক শিশ্নের যত মান্ধাতা

অন্ধকার তেড়েফুঁড়ে আসবে জানি
এটাই শেষ নয়। তবুও আমাদের বন্ধন
যেন থাকে অটুট। আসুক যত ঝড়-ঝাপটা
আমরা উড়াবোই মানুষের জন্য মানুষের
মায়া
আর
মমতা।

একদিন সহসাই একদিন আসবে
যেদিন সবার উপরে মানুষ সত্য
এই ঝাণ্ডা তুলে ধরবে;
অযুত-নিযুত ভালোবাসায় দূর সাগরে
নিপাতিত হবে যত নিকষ ভূতুড়ে আঁধার।

আপনার মন্তব্য