পিরামিড

 প্রকাশিত: ২০২০-১০-১৬ ০০:৪৬:৩৪

মাসুদ পারভেজ:

নীল আকাশে ভাগ বসাতে উঁচু-উঁচু পাথরের কোণাকুণি আলিঙ্গন
খাঁজে-খাঁজে মানুষের রক্ত, শ্রম আর ঘামের লেলিহান শিখা
মরুর বালি, বালির ঘূর্ণন পেরিয়ে সুদূর বিসর্জন
অগণিত মানুষের রক্তাশ্রু পেরুলে অমন একটা প্রকাণ্ড ব্যাপার।

আকাশে ভেসে বেড়ায় অশরীরী কান্না
চারপাশ তার ধোঁয়াশা
ভেতর তার চিররহস্যে টইটুম্বুর
বাহিরে কেবল বেঁচে ফিরতে না পারাদের বোবা দীর্ঘশ্বাস।

সভ্যতার গিরিখাদ পেরিয়ে হে দানবাকৃতি,
যাদের আগলে রাখতে বুক পেতে নিয়েছো
তাদের দুঃস্বপ্ন কি এখনও বিরাজমান,
শুনতে কি পাও তাদের মিছে অমরত্বের অসারতা!

আপনার মন্তব্য