নিরুপমা

 প্রকাশিত: ২০২০-১০-২২ ১৯:৩৯:৩৯

মাসুদ পারভেজ:

নগরের কোলাহলে তোমার ছবি কথা বলে
যেভাবে ঠোঁটেঠোঁটে ভালোবাসা শুরু হয়েছিল
ঠিক সেভাবে সময়ের ফসিল হয়ে আদি শরাব হাতে
রাতভোর আমাদের যৌথ কর্ষণে যে ফসল;
তা স্বয়ং কবিতা ও প্রেমের যৌথ সন্তান।


যে জীবন হাওয়াই উড়ানোর
যে ক্ষণ অস্তিত্বের করোটিতে জমা হত
তা হারিয়ে গ্যাছে।
এখন শুধুই নিঃস্তব্ধতা আর জেগে আছে
নৈঃশব্দের কোলাহল।
নিরুপমা, এত এত রঙ-বেরঙের ঘুড়ি
বেহাত হল কিভাবে, জানো বুঝি!


থোকায়থোকায় যারা আগমনী বারতা দিয়েছিল
কিংবা যারা বিমুগ্ধ হয়ে ফিরে গেছে
সানুনয় কোলাজে:
তাদের কি বলে ধোঁকা দিবে নিরুপমা;
আমার না হয় গা সওয়া হয়েছে।


একটা গভীর প্রতিবাদ তোমার কানে যাচ্ছে না;
সূর্যস্নানে আমার মরণ হোক তব।


যদি বলি সুইসাইড করবো
জীবনকে আঁকড়ে ধরে এভাবে রোদ পোহানো
আমার পোষাবে না;
কি করবে নিরুপমা;
নিরুপায় হয়ে ভালোবাসবে?


কফিনজুড়ে তোমার নাম—
শহরে আজ ভেলা ভাসালো কারা,
জানো নিরুপমা?

আপনার মন্তব্য