প্রাণে প্রাণ মিলিয়ে, এসো

 প্রকাশিত: ২০২০-১০-২৯ ১৩:৫৭:৪৯

মাসুদ পারভেজ:

হৃদয় উত্তাপে মাঝখান দিয়ে বয়ে যাওয়া নারী,
তুমি কি জান: বিপদসীমার উপরে বয়ে যাচ্ছ দমকা হাওয়ার মত—
জান তুমি, উথাল-পাতাল ঢেউয়ে লণ্ডভণ্ড হয়ে গ্যাছে গহীনের কোমল সারস
খাবি খাওয়া সদরজুড়ে আজ হাহাকার আর
সানাইয়ের সুর
তুমি জান, ঠিক কতটুকু উত্তাপ জমিয়েছি তোমার জন্য
কতটা পথ চলে এসেছি তোমার কাছে
দ্রোহে আর প্রেমে ভাসাবো বলে জীবন,
তুমি কি জান?
খরতাপে হিমে কিংবা বসন্তে বিপুলকায় হৃদয়ে জমে
বদ্ধ হওয়া বক্ষদেশে টকটক করে কড়া নেড়ে যাচ্ছ,
নিয়ত
এভাবে আর কত অপচয়, সময়ের:
আর কতকাল পানসে অনুভূতি নিয়ে
নোখের কোণার মত বাগে আনতে না পারার ব্যথায়
আর কত?
এসো তবে, প্রাণস্পন্দন নিয়ে
প্রাণে প্রাণ মিলিয়ে নিই প্রাণভরে
এসো মিলি, ঠোঁটের ওমে
গভীর ঘুমে
এসো সখী, ভালোবেসে।

আপনার মন্তব্য