প্রকাশিত: ২০২০-১১-১৪ ২১:২২:৩৯
আপডেট: ২০২০-১১-১৪ ২১:২৬:০২
রিপন দাস:
এখানে স্বপ্ন বুনে বোধ জাগে
এখানে মিছিল শুরু সবার আগে,
এখানে কবিতা বুনে ফানুস উড়াই
এখানে ঘামের হিসেব স্লোগানে কাঁপাই।
রাজা ম্যানশন আমার প্রেমিকার মতো
রাজা ম্যানশন পুষে হাজার বারুদ ক্ষত,
রাজা ম্যানশন দাড়ায় সোজা করে বুক
রাজা ম্যানশন আমার অনাবিল সুখ।
এখানে ধোয়ায় ধোয়ায় গল্প সাজায়
এখানে গীটারে শত বিদ্রোহ বাজায়,
এখানে ছেঁড়া স্যান্ডেল তরুন ছেলে
এখানে মেরুদণ্ড সোজা অক্ষর খেলে।
রাজা ম্যানশন সাজায় ঝাঁঝালো মিটিং
রাজা ম্যানশন খুলে মগজের আলপিন,
রাজা ম্যানশন বাঁচুক হাজার বছর
রাজা ম্যানশন যেন প্রগতির আঁতুড়ঘর।
আপনার মন্তব্য