প্রহেলিকা

 প্রকাশিত: ২০২০-১১-২০ ১১:১৩:২৪

মাসুদ পারভেজ:

রাতের শরীর ধরতে গ্যালে তোমাকে দেখি
কোন সে বাগানের ফুল তুমি,
জানি না আমি-ই কোন বাগানের মালি।

সে এক ধূসর গোধূলি
বিবস্ত্র নদীর মতোন সব খুলে ফেলে
দ্যাখনের চোখ আমার ক্ষয়ে যায়
ভাসতে-ভাসতে নিজেকে হারায়;
তোমার বয়ে নেওয়া অকুল দরিয়ায়।

ভাবি, তবুও তো তোমাকে পাই
হোক সে স্বপনের অবয়বে
তবুও তো তোমার জন্য দিবানিশি;
ভুলে-ভুলে থাকি নিজেরে আর ভাবি
এ কি এক ভীষণ প্রহেলিকা!

আপনার মন্তব্য