তবুও তুমি জাগাবে না

 প্রকাশিত: ২০২০-১২-২৪ ১৬:০২:২৪

মাসুদ পারভেজ:

স্মৃতি-জাগানিয়া ধূসর অতীত, খসে যায় কত কিছু
ভুলে থাকা বারণে ডুবুডুবু আমাদের
ডুবে থাকা ফুলের গন্ধে মাতাল ধরণী
তুমি ঘুমিয়ে থাকো হে অনন্তপুরী।

ঘুমিয়ে থাকো হে অনন্তপুরবাসিনী
আমাদের সকালের রোদ চুরি হয়ে গেছে
রাতের দুরভিসন্ধিতে
আমাদের সময় কুঁকড়ে যাচ্ছে কারও আঙুল হেলানিতে
তবুও তুমি জাগাবে না,
জাগাবে না তুমি, হে সুন্দরের ভয়ানক প্রতিভূ।

আর কতকাল পলেস্তারা খসে যাওয়ার মতোন
বিনে ভাড়ায় রাত কাটানো টিকটিকির মতোন
সাত-সকালে হাই তোলা ফিঙের মতোন
তুমিও ছেড়ে কথা বলবে টিয়ে পাখির বুলির স্বরে!

তোমার অবিন্যস্ত ধুমধামে আমাদের দিন গুজরান করে
হাঁটু পানিতে ফুটে থাকা শাপলার মতোন হেলেদুলে
কখন খুবলে নিবে সেই ভয় বুকেতে চাপা দিয়ে:
আমাদের অচল সময় পার হয়ে যায় দিনমান সাঙ্গ করে।

আপনার মন্তব্য