ভেঙে পড়ছে এক টুকরো ইতিহাস

 প্রকাশিত: ২০২১-০১-০৬ ১২:১৫:৪৮

মাসুদ পারভেজ:

ভেঙে পড়ছে এক টুকরো ইতিহাস
সোনালি জমিনের অহংকার
ভেঙে পড়ে কত কিছুই কতই-না সহজে
কারও কোন গরজ নেই বলে আরও কত কিছু ঝুলছে সুতোয়!

গৌরবের ইতিহাসে কাঁচি চালায় মুখ বুজে
দাঁতে দাঁত চেপে সয়ে যাই বলে আরও কত আবরণ
খসে গ্যালে মিইয়ে যাবে আরও কতই-না মুখোশ
ড্রাকুলা স্যারের মতোন সিন্ড্রোমে ভুগা কেউই না;
আমাদের মাঝে বসত গেড়েছে অজস্র পাকিমনা!

আমাদের ভ্রম, আমাদের মোহ কেটে গ্যালে
ধূসর অতীতে লাগামছাড়া পাগলামি ঝেড়ে
একটু-একটু করে আগলে রাখা সময়ের অলিগলি
বুকেতে বোনা লাল-সবুজে জামা;
আমরা নিমিষেই হারিয়ে দিতে পারি-
যে কাউকেই!

এই ইতিহাস, এই বাস্তবতা
এই নষ্ট সময় গ্যালে-
সময় আমাদের জন্য বসে থাকবে না জেনে;
উদ্ধত বুকে এঁকে দিয়ে যাই যিশুর ক্রুশ!

আপনার মন্তব্য