কবিতার রক্তিম স্রোত

 প্রকাশিত: ২০২১-০৩-১৪ ১০:১৮:২৭

মাসুদ পারভেজ:

দফ বেজে যায় আদিম সোরাহির আবাহনে!
কবিতার রাজপুত্র আরবের মরু ভালোবেসে
বেরিয়ে আসে পেয়ালা হাতে,
সাকির অলঙ্ঘনীয় ইশারায়
রাজপুত্র হেলেদুলে পৌঁছে যায় সময় পেরিয়ে কোটি ক্রোশ দূরের দেশ
দফ বেজে যায় নেকাব সরিয়ে নিলে!

দুর্মরের সংগীত কানে নাড়া দেয়
শিরা-উপশিরায় বয়ে চলে কবিতার লাল স্রোত
আমরা পেয়ে যাই কবিতার নাদুসনুদুস সন্তানকে:
ইমরুল কায়েস, কবিতার ধারা-উপধারা আয়ত্ত করা আল কামাহ্ ভালোবেসেছিল উম্মুল জনদুবকে:
তিনি ভালোবেসেছিল কবিতার অবতারকে

দফ বেজে গ্যালে মনের দুরূহ কোণে
ফিনকি'র চোটে ছোটে আনন্দ-বেদনার যুগলবন্দি-
পানপাত্র হাতে, চোখেমুখে মনের ঝিলিমিলি
কাবাতে সুগন্ধি ছড়ানো কবিতাগুলো কোথায়,
আজ গেছে হারিয়ে ;
হারায়নি তো তবুও ইমরুল কায়েস,
উম্মুল জনদুবের বুকেতে বসে
মৃগনাভির সুরভী ছড়িয়ে যাচ্ছে আল কামাহ্:
গোত্র যাকে বিত্ত দিতে পারে নি;
ভালোবাসার সময় যাকে গেঁথেছিল সবটুকু দিয়ে

অতঃপর, আমি চাই-
দফ বেজে উঠলে আমাদের পানপাত্র ভরে উঠুক
দফ বেজে উঠলে আমাদের মৃত্যু ঘনিয়ে আসুক ;
পবিত্র কাবায় আবারও কবিতারা বাহাস করুক;
ইমরুল কায়েসের কবিতা শোভা পাক দেয়ালে
মাঝে বয়ে যাক রুমী-হাল্লাজ-হাফিজ-সাদী
গালিব সেখানে নেহাতই দুধের শিশু;
মীর ত্বকি বলে উঠবে আমাকে ছেড়ে দাও-
এ গারদে আমার দেখার কিছুই আর নেই।

আপনার মন্তব্য