এবার যখন বোশেখ এলো

 প্রকাশিত: ২০২১-০৪-১৪ ১৭:০৮:৩৭

অলঙ্করণ : দ্বীপ দাস

প্রণবকান্তি দেব :

এবার যখন বোশেখ এলো
মনের আকাশ মেঘে কালো
ঘুছাবো যে দহন-জ্বালা!
কোথায় পাবো এতো আলো।

এবার যখন বোশেখ এলো
ফুল-পাতা সব কুঁচকে গেলো
ভয়ের তোড়ে পাখ-পাখালি
ছুটছে কেবল এলোমেলো।

ছিঁড়ছে কেবল গাঁথামালা
নাইযে মেলা, নাইযে খেলা
অন্তরালে মুচকি হাসে
দূরে ভাসা একলা ভেলা।

হালখাতাটার ভাঁজে ভাঁজে
মুঁড়ি-মুড়কির খাঁজে খাঁজে
আনন্দ সব কোথায় গেলো
এবার যখন বোশেখ এলো।

ঢোলের কাঠি গুমরে কাঁদে
নেইকো জ্যোতি সাদা-লালের
বিষাদ-কালো ঢেকে দিল
নতুন আলো, নতুন কালের।

এবার যখন বোশেখ এলো
কেউ গেল না পত্র দিয়ে
মিলন আশা বৃথা গেল
একা থাকার মন্ত্র নিয়ে।

আপনার মন্তব্য