আশীষ দে’র গবেষণাধর্মী বই ‘সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন’

 প্রকাশিত: ২০২১-০৮-২৪ ১৩:৪০:২৯

নিজস্ব প্রতিবেদক:

সিলেট বিভাগের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মহান স্বাধীনতা যুদ্ধের অসংখ্য বধ্যভূমি, গণকবর ও টর্চার সেল। সরকারি ও ব্যক্তি উদ্যোগে কিছু বধ্যভূমি ও গণকবর সংরক্ষণ করা হলেও মুক্তিযুদ্ধের অজস্র স্মৃতিচিহ্ন আজও অসীম অবহেলায় অরক্ষিত অবস্থায় পড়ে আছে। বৃহত্তর সিলেটের বধ্যভূমি, গণকবর ও টর্চার সেলের সচিত্র বিবরণ নিয়ে আশীষ দে’র সংকলন ও সম্পাদনায় ‘সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন’ শিরোনামের বই প্রকাশ হতে যাচ্ছে।

বইটি প্রকাশ করছে ঘাস প্রকাশনী ও প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

এ বিষয়ে আশীষ দে বলেন ‘সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন’ বইটিতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানসমূহের বেদনাময় ইতিহাস ফুটে উঠেছে। কিছু বধ্যভূমির ইতিহাস কখনোই কোনো পত্রিকা বা গ্রন্থে প্রকাশিত হয়নি সেই তথ্যগুলো ‘সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন’ বইটিতে থাকছে।

নভেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ বইটির প্রকাশের সম্ভাবনা রয়েছে।

আপনার মন্তব্য