অতদূরে যেও না

 প্রকাশিত: ২০২১-১০-১০ ২৩:১৫:৩১

 আপডেট: ২০২১-১০-১০ ২৩:১৬:৫০

রাহনুমা খান কোয়েল:

ততদূরে যেও না, যেখান থেকে আর ফিরে আসা না যায়
অমন অচেনা পথে হেঁটো না, যেখান থেকে চেনা পথে ফেরা দুস্কর
দূরের আকাশ কি খুবই ঘন নীল?
অচেনা পথ বুঝি বড়ই আকর্ষণীয় সবুজ?
যদি তাইই হয়, তবুও বেশিদূরে যেও না।

আর যদিও বা যাও, ততদূর নয়, যতদূরে চাইলেও আর যাবে না ফেরা
দেখ এখানে শিশিরের ডগায় কেমন হীরকছটা!
পেঁজা তুলার মতো উদাসিন ভাবে মেঘগুলো কেমন ঘুরে বেড়ায়
কার্নিশের কোণায় কী সুন্দর চড়ুই-এর সংসার!

জানালা গলিয়ে চাঁদের আলো কেমন আমাদের ঘরে লুটোপুটি খায়
রেলিং জড়িয়ে বেয়ে ওঠা অপরাজিতার হাতছানি
এসব আর টানে না জানি
হাওয়ায় দোল খাওয়া ছাঁদে শুঁকাতে দেওয়া দৈনন্দিনতা
বৃষ্টি শেষে চেনা পথের সেই ভেজা গন্ধ
রান্নাঘরের পাঁচফোড়নের পরিচিত আওয়াজ
জলঘরের জল পড়ার বিরামহীন টুপটাপ শব্দ
এসবই আজ একঘেয়েমি নিত্য—
চমকহীনতায় ভরে হৃদয়ের খাঁচা
এ সকল কিছু ছেড়ে ওই অচেনা পথ, অজানা আকাশ টানবেই তো
দিনের হিসাব-নিকাশ শেষে ‘কী পেলাম’ সে প্রশ্ন তো তুলবেই
চাওয়া-পাওয়ার যাঁতাকলের মাঝে বর্তমান তো দাঁড়াবেই কাঠগড়ায়

মুচকি হেসে জীবন প্রায়শ ছুঁড়ে দিবে চ্যালেঞ্জ
অবিশ্বাস, অনাস্থা আর অপ্রাপ্তির খাতা ভারি হতে থাকবে লেখায়
তারপরও ওই অচেনা পথ, দূরের আকাশের কাছে যাওয়া কি মানায়?

অতদূরে যেও না অস্থির জীবন, যেখান থেকে আর ফেরা না যায়
অমন অচেনা পথে হেঁটো না আর, যেখানে বাঁকের পরে সকলই হারায়।

আপনার মন্তব্য