প্রকাশিত: ২০২২-০১-১৭ ০০:০৮:১১
রবীন আহসান ও নীলসাধু
নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার পঞ্চাশ বছরেও বাংলাদেশের প্রকাশনা শিল্প শক্ত ভিত্তি পায়নি। বছরের পর বছর বই প্রকাশ হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু বইয়ের মানের অবস্থা তথৈবচ। বাংলাদেশি বই পৌঁছচ্ছে না দেশের সকল জায়গায়। বাংলাদেশের প্রকাশনা শিল্পকে শক্ত ভিত্তিদানের লক্ষ্যে বাংলাদেশ লেখক পাঠক প্রকাশক ফোরাম নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশের তথ্য জানানো হয়েছে।
নবগঠিত এই সংগঠনের আহবায়ক হয়েছেন রবীন আহসান, ও সদস্য সচিব করা হয়েছে নীলসাধুকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় লেখক, পাঠক এবং প্রকাশক; বইয়ের সাথে এই তিন পক্ষ সরাসরি যুক্ত। বইয়ের উৎকর্ষতা বৃদ্ধিসহ বই নিয়ে বছর-জুড়ে নানাবিধ অনলাইন-অফলাইন কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ লেখক পাঠক প্রকাশক ফোরাম।
কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বাংলাদেশ লেখক পাঠক ফোরামের একটি ১১ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়।
এডহক কমিটির অন্য সদস্যরা হলেন- আলমগীর সিকদার লোটন, শিমুল আহমেদ, শেখ আদনান ফাহাদ, রেজা ঘটক, অনন্ত উজ্জ্বল, সাইফুজ্জামান, গাজী মঞ্জুরুল আলম যুবরাজ, ইমতিয়াজ আরিফ ও কাজী ফয়সল।
আপনার মন্তব্য