ম্যাগডালেনে

 প্রকাশিত: ২০১৫-১২-২৫ ১৯:২১:৪৯

মাসকাওয়াথ আহসান:

সে ছিল ছায়ার মত আশেপাশে
সমুদ্র নয়না এক চিবুকের কাছে নীল ধমণীর উঁকি
কাদের জন্য দিনরাত পথে পথে ঘুরে
অপেক্ষায় রেখে দিলে সে অনাঘ্রাতা,
যে বেঘুম রাতের সাথীকে খুঁজেছিল!

অপেক্ষায় সে নীল সমুদ্র রক্তাভ হলে
তুমি ফিরেছিলে ক্লান্ত; নিঃশেষিত
সাগরচোখির শরীর চায়নি কিছুই
কেবল মন চেয়েছিল; একটি আলোকবিন্দু
শরীরে বয়ে নিয়ে যেতে অন্য কোন খানে
যেখানে সে শংকাহীন ছোট্ট আলোটিকে 
রেনেসাঁর মশাল করে তুলবে।

তিনি ক্রুশবিদ্ধ হলেন; যাদের জন্য অস্নাত রইলো
জীবনের একান্ত মুহূর্তগুলো। তারাই ঘাতক!

শেষ নৈশভোজের বিষাদ যমুনায় নীলাঞ্জনা
অপলক চেয়ে ছিল প্রিয়র দিকে;
আর হয়তো দেখা হবে না!

যীশু মুচকি হাসলেন।

নতরদামের চার্চের সামনে কোন এক
আকুল সন্ধ্যায় তোমাতে আমাতে দেখা হবে
প্রিয়তমা ম্যাগডালেনে!

আপনার মন্তব্য