তোমরা আবার মানুষ হবে কবে?

 প্রকাশিত: ২০১৬-০৩-২৫ ২১:০৬:৪৩

আফসারা মীম:

তোমরা আবার মানুষ হবে কবে?
তোমরা আবার মানুষ হবে কবে?
যখন তোমার মা'কে দেখবে অমন তবে?
কি দোষ বলো? দোষ কি আমার-
খুব কি বাজে পোশাক?

বলবে এবার কি'সব বলি থাকনা ওসব থাক।
দোষ কি আমার শরীর জুড়ে মাংসপেশির বাহার?
এই দেহেতেই ভ্রুণ ছিলো গো, পেয়েছো প্রাণের আহার।
এই শরীরেই তোমরা হলে ধর্ষক।
এই শরীরে তোমরাই আবার দর্শক!
তোমরা বলো মানুষ হবে কবে?

বললে বলো দিন আছে তো, যাত্রা শুরু সবে।
কাজ এখনো ঢের বাকি ও মানুষ হবার তরে,
এতকাল তবে অমানুষ ছিলে এতগুলো প্রহরে?
কোথায় তোমার বিবেক ওগো নর-পুরুষের দল?
নারী মানেই শরীর বোঝো, নারী মানেই ছল!

আমরা যদি না থাকি তো জন্ম নিবে কি করে?
আর কতকাল প্রমাণ দিবো, অবহেলা নিয়ে মরে?
পারছি না আর সইতে এমন লাঞ্ছনা,
প্রশ্ন করলে কেনো কিছু তো বলছো না?
ঘৃণায় আমার গা গুলিয়ে আসছে,
তাই দেখে কি তোমার হৃদয় হাসছে?
চাইনা আমি এমন অকাল মরণ-
কষ্টতাপে বুকে আমার হয় যে রক্তক্ষরণ।

বলোনা-তোমরা মানুষ হবে নাকো? বলোনা-
হাতের মধ্য হাতটি রেখে 'নির্ভরতায় থাকো'।
শুনছি পিছে উগ্র আমি,  বেশ্যাপুরীর মেয়ে,
এই শরীর-ই চাই তোমার, আসছো কেমন ধেঁয়ে।
আমার কি আর অন্ন জুটে খুব সহজে?
এমন পথে আনছে কারা? আনছে এমন কাজে?
সব মেয়েই কি তোমার কাছে বাজে?
তুমিই বলো তোমায় কি আর মানুষ বলা সাজে?

কত বলো দেখবো এমন লাশ?
হৃদয় আমার পোষ মানে না, করে যে হাসফাঁস।
মানবতা বলে কিছু তোমার কি আর নাই?
কতকাল আর দেবে নষ্ট-লিঙ্গ-ধর্ম দোহাই?
কবে হবে আর তোমাদের বোধ?
কবে হবে কান্না আমার রোধ?

তোমরা তারা সবাই যদি মানুষ হয়ে উঠে,
একই শাখায় ছোট ছোট স্বপ্ন নিয়ে ফোঁটে,
হাসতে তবে ভয় পাবো না আর-
রাখবো নাকো বুকে চেপে অভিযোগের পাহাড়।

খুব বেশি তো চাইনি মোরা কিছু! শুধু- নিশ্চিন্তে বাঁচার অধিকার।
      চাইনা তোমায় পুরুষ শুধু ভাবতে-
           দুঃস্বপ্নে নিত্য নতুন ডুবতে।
আসো না সবাই উড়িয়ে বলি সব খারাপের ফানুস-
আমরা কেউ নর-নারী নই আমরা সবাই মানুষ।


নারী
আমার দোষ আমার লিঙ্গে,  
আমার কাল আমার শরীর,
আমার ভুল আমি নারী,
আমি বশ করতে পারি!

আমার কেউ নাই, আমি বেশ্যা,
আমার সাহস, আমার নিন্দা,
আমি নগ্ন, তাই উগ্র,
দেখে পুরুষ হও জাগ্র!

আমার ব্যথা, তোমার কাম্য,
আমি রাধা, তাই বাঁধা,
আমি রুক্সার, চিত্রাঙ্গদা,
আমার শক্তি তোমার কাঁদা।

আমার স্বাধীনতায় তোমার না,
আমি চাইলেই করো মানা,
আমি উড়লেই ভাঙো ডানা,
তোমার শিশ্ন দেয় হানা!

আমি অবলা,  তুমি ঈশ্বর,
তুমি বললেই, আমি নশ্বর,
তুমি চাইলেই, আমি বাধ্য,
আমার ইচ্ছে অবরোধ্য!

যদি বলি আমি বিদ্বেষী,
হাসো তুমি মলিন হাসি,
তোমার বুকে বড় ভয়,
আমি নারীই তোমার বিজয়।

আমি বিজয়া, আমি দুর্গা,
আমার হাতে তোমার স্বর্গ,
আমি চাইলেই তোমায় জ্বালি-
দিই স্বাধীনচেতার কাছে বলি।

আমি চাইনা,  আমি মাতা,
আমি প্রীতি, আমি শ্রোতা,
আমি শুনি,  তোমায় বুঝি,
ভালোবাসি-বাসা খুঁজি।

তোমার ধ্বংস, আমার কান্না,
প্রাণ প্রদানে নাই বাহানা।
আমি নারী, আমি পারি,
পুরুষ শুধরো তাড়াতাড়ি।

আপনার মন্তব্য