রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের জন্মদিন আজ

 প্রকাশিত: ২০১৬-০৪-০৯ ১৩:০০:৩৪

 আপডেট: ২০১৬-০৪-০৯ ১৩:০৩:৫২

সিলেটটুডে ডেস্ক:

শিশুসংগঠক, সাংবাদিক রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের জন্মদিন আজ। তিনি ১৯২৫ সালের এ দিনে রাজবাড়ী জেলার পাংশায় সাহিত্য-সংস্কৃতিসমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে তার জন্মদিন উদযাপন করছে।

রোকনুজ্জামান কলকাতার দৈনিক ইত্তেহাদ, শিশু সওগাত এবং ঢাকার দৈনিক মিল্লাত পত্রিকায় সাংবাদিকতা করেছেন। ১৯৫৫ সালে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগ দেন এবং 'দাদাভাই' ছদ্মনামে শিশুদের পাতা 'কচি-কাঁচার আসর' সম্পাদনা শুরু করেন। আমৃত্যু তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন। এ থেকেই তিনি 'দাদাভাই' নামে দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন।রোকনুজ্জামান খান অনেক কবিতা ও ছড়া লিখেছেন। 

দাভাইয়ের বড় অবদান 'কচি-কাঁচার মেলা' নামে জাতীয় শিশুসংগঠন প্রতিষ্ঠা। রোকনুজ্জামান খান দাদাভাই সৃজনশীল ও সাংগঠনিক কর্মের পুরস্কারস্বরূপ বাংলা একাডেমী, শিশু একাডেমী, একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

১৯৯৭ সালের ৩ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।

আপনার মন্তব্য